এই যে বসন্তের পাখি কোকিল
গাছে গাছে গাইছে গান,
শীত এলেই সে চলে যাবে
আরেক বসন্তে ফিরে আসবে আবার,
বায়তুশ শরফের চাঁদ ডুবে গেছে
সে-ই ফিরে আসবে না আর।
এই যে দিবসের আকাশে জ্বলছে
দেখছি দীপ্ত সূর্য
এই সূর্যও ডুবে যাবে
আগামী ভোরে সে হেসে ওঠবে আবার,
বায়তুশ শরফের চাঁদ ডুবে গেছে
সে-ই ফিরে আসবে না আর।
রাতের আকাশ জুড়ে হাসছে
এই যে অপূর্ব সুন্দর চাঁদ
এই চাঁদও ডুবে যাবে
আগামী রাতে সে হেসে ওঠবে আবার,
বায়তুশ শরফের চাঁদ ডুবে গেছে
চারদিকে হয়ে গেছে অন্ধকার
সে-ই ফিরে আসবে না আর।
লেখকঃ আবদুল হালিম খাঁ
Leave a Reply